অ্যাকসেসিবিলিটি লিংক

অলিম্পিকের ৬ষ্ঠ দিনঃ ড্রেসেলের প্রথম একক স্বর্ণপদক, চীনের নারীদের বিশ্বরেকর্ড


জাপানের টোকিওতে ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ফ্রি স্টাইল ফাইনাল জয়ের উদযাপন করলেন আমেরিকার কেইলাব ড্রেসেল। ২৯ জুলাই, ২০২১।

যুক্তরাষ্ট্রের সাঁতারু কেইলেব ড্রেসেল তার প্রথম একক স্বর্ণপদক জয় করেছেন। চীনের নারীরা সাঁতারের রিলেতে রেকর্ড গড়েছেন। টোকিও অলিম্পিকের ৬ষ্ঠ দিনে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল যুক্তরাষ্ট্রের মাইকেল ফেল্পসের উত্তরসূরীর ১০০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জয় ও চীনের নারীদের ৪x২০০ মিটার রিলেতে বিশ্বরেকর্ড গড়া। ড্রেসেল ৪৭.০২ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক রেকর্ড গড়েন। এটি তাঁর সাঁতারু জীবনে চতুর্থ স্বর্ণপদক।এর আগের স্বর্ণপদকগুলো তিনি সাঁতারের রিলেতে জিতেছিলেন।

ড্রেসেল বলেন, "এটি একদম আলাদা I আমি আসলে মানতে পারছিলাম না, এটি অনেক কঠিন। আপনাকে নিজের উপর নির্ভর করতে হবে, সাহায্য করার মতো আপনার পাশে কেউ নেই"।

দিনের আরেকটি নাটকীয় প্রতিযোগিতা ছিল যখন চীন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াকে অবাক করে দিয়ে নারীদের ৪x২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে বিশ্ব রেকর্ড সৃষ্টি করে।

XS
SM
MD
LG