অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানে নিখোঁজ আমেরিকান নাগরিক সিআইএর’র চর



আমেরিকার দু’টি সংবাদ সংস্থা জানিয়েছে, সাত বছর আগে একজন আমেরিকান নাগরিক ইরানে যে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর’র জন্য গোপনে কাজ কর ছিলেন।

এসোসিয়েটেড প্রেস এবং ওয়াশিংটন পোষ্ট জানাচ্ছে যে রবার্ট লেভিনসন সি আইএর বিশ্লেষকদের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করতেন। তবে তার বিদেশে কাজ করার অনুমতি ছিল না।

কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর প্রাক্তন কর্মী দু’হাজার ৭ সালের মার্চ মাসে
ইরানের কিশ দ্বীপ সফর করেন। যুক্তরাষ্ট্র সরকার এবং তার পরিবার অবশ্য এই সফরকে ব্যাক্তিগত বলে উল্লেখ করেছেন।

তবে সংবাদ মাধ্যমের খবরে বলে হয়েছে যে তিনি ঐ সময় দাউদ সালাউদ্দিনের সংগে সাক্ষাত করেন যাকে ১৯৮০ সালে আমেরিকায় একজন ইরানী কূটনীতিককে হত্যার জন্য খোঁজা হচ্ছে এবং তাঁর ইরানের নেতাদের সংগে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
আমেরিকা লেভিংসন সম্পর্কে শেষ তথ্য পায় ২০১১ সালে সেখানে বলা হয়েছিল যে দক্ষিণপশ্চিম এশিয়ার কোথাও তাকে আটক রাখা হয়েছে।
XS
SM
MD
LG