অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানী নাগরিকের হত্যাকান্ড নিয়ে দু’ই বিশেষজ্ঞের সংবাদ-বিশ্লেষন


সিজার তেভেলা নামের একজন ইটালীয় নাগরিককে হত্যাকান্ডের ৫ দিনের মাথায় হোসে কোনিও নামে একজন জাপানি নাগরিককে হত্যা করা হয়েছে রংপুরের একটি গ্রামে। গত ২৮ সেপ্টেম্বর রাতে ইটালীয় নাগরিকের হত্যাকান্ডের পরে শনিবার দিনের আলোয়ে একজন জাপানি নাগরিককে হত্যার পরে নানা প্রশ্নের জন্ম নিয়েছে। সিজার তেভেলা হত্যাকান্ডের পরে ইসলামিক স্টেট-আইএস দায় স্বীকার করেছিল। তবে জাপানি নাগরিকের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো দায় স্বীকার করা হয়নি। তাহলে এই দুটো হত্যাকান্ড কেন ঘটেছে এবং এর পেছনে কি কারণ থাকতে পারে সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন দু’জন বিশ্লেষক- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড. আমেনা মহসিন এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক এলাহী চৌধুরী।

পর পর দু’জন বিদেশী নাগরিক হত্যাকান্ডের পরে বাংলাদেশ সম্পর্কে বর্হিবিশ্বে কি বার্তা পৌছাবে এমন বিষয়ক বিশ্লেষণ করেছেন এই বিশ্লেষকরা। ...ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:04:29 0:00

XS
SM
MD
LG