ঢাকার অদূরে গাজীপুরের পূবাইলে একটি টায়ার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। পুলিশ এবং দমকল সূত্র জানায়, ঘটনাস্থলেই একজন নারীসহ ৫ জন নিহত এবং ৫ জন গুরুতর আহত হন। পরে আরও একজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা জানান, টায়ার কারখানার বয়লার বিস্ফোরণেই ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘন্টাধিকাল চেষ্টায় আগুন আয়ত্বে আনে। ওই কারখানায় পুরনো টায়ার গলানোর পরে নতুন টায়ার বানানো হতো। অন্যান্য দিনের মতো শনিবারও বেশ কয়েকজন শ্রমিক কারখানায় কর্মরত ছিলেন। নিহত এবং আহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।...ঢাকা থেকে আমীর খসরু