উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একজন হিন্দু পুরোহিতকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। ওই হামলার সময় দুর্বৃত্তদের গুলি এবং বোমা বিস্ফোরণে দু’জন ভক্ত গুরুতর আহত হয়েছেন। রোববার ভোরে একটি মোটর সাইকেলে করে আগত তিন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা বলেছেন। তাদের ভাষ্য মোতাবেক, ইতোপূর্বে ইসলামিক জঙ্গী সংগঠনগুলো যেসব হত্যাকান্ড ও হামলার ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার ধরনও একই রকমের। তবে এই ঘটনার ক্ষেত্রে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি নয়। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। তবে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে। উল্লেখ্য, গত ৫ মাস সময়ে উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে একজন জাপানি নাগরিকসহ ৫ জন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যকে হত্যা এবং ১০টির মতো সংখ্যালঘু ধর্মীয় স্থাপনায় সশস্ত্র হামলার ঘটনায় একজন ইটালীয় খ্রিস্টান যাজকসহ বেশ কয়েকজন সংখ্যালঘু আহত হন - যার দায় ইসলামিক স্টেট বা আইএস-সহ জঙ্গী সংগঠনগুলো স্বীকার করেছে।...ঢাকা থেকে আমীর খসরু