যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মানবাধিকার রিপোর্ট ২০১৫’র তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ সরকার। সরকারের দু’জন প্রভাবশালী মন্ত্রী রোববার সাফ জানিয়ে দিলেন-বাংলাদেশ সম্পর্কে রিপোর্টে যা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। রিপোর্টে গুম, বিচার বহির্ভূত হত্যাকান্ডকে বাংলাদেশের উল্লেখযোগ্য মানবাধিকার সমস্যা হিসেবে বলা হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আইনের অপপ্রয়োগ, স্বাধীন মতামত প্রকাশে বাধার সৃষ্টি, উগ্রবাদীদের হাতে একের পর এক ব্লগার হত্যাসহ নানা বিষয় উঠে এসেছে রিপোর্টে।
রিপোর্টের প্রতিক্রিয়ায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেন, যুক্তরাষ্ট্রই মানবাধিকার লংঘনে বিশ্বে সবার উপরে রয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মানবাধিকার লংঘিত হচ্ছে না বলে দাবি করেন এক সংবাদ সম্মেলনে।
রিপোর্টের উপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হলো।...ঢাকা থেকে আমীর খসরু