বাংলাদেশে অবস্থানরত এবং ভ্রমণ ভিসায় আগত বিদেশী নাগরিকদের সংখ্যাসহ তাদের বিষয়ে যথাযথ, সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য নেই সরকারি কোনো প্রতিষ্ঠান বা সংস্থার কাছে। যা কিছু তথ্য আছে তা রয়েছে বিভিন্ন সংস্থার কাছে পৃথক পৃথকভাবে। কিন্তু এক্ষেত্রে কেন্দ্রীয় তথ্য ভান্ডার যেমন নেই, তেমনি রয়েছে সমন্বয়ের অভাব। এ কারণে বিদেশীদের কর্মকান্ডের ব্যাপারে নজরদারী, দেশের নিরাপত্তা জোরদার, আয়কর আদায়সহ অন্যান্য নানা ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হচ্ছে। এরই প্রেক্ষাপটে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও সংস্থার সমন্বয়ে গঠিত হয়েছে একটি বিশেষ টাস্কফোর্স। এই টাস্কফোর্স বাংলাদেশে অবস্থারত বিদেশী নাগরিকদের ব্যাপারে প্রয়োজনীয় তথ্যাদি এবং ভ্রমণ ভিসায় ও অনুষ্ঠানে যোগ দিতে আসা বিদেশীদের তথ্য সম্বলিত কেন্দ্রীয় তথ্য ভান্ডার তৈরি করবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ তথ্য ভান্ডার তৈরির উদ্দেশ্যে হচ্ছে- চাকরিরত বিদেশীদের কাছ থেকে আয়কর আদায়, মেয়াদের বেশি যাতে তারা অবস্থান করতে না পারেন তা নিশ্চিত করা এবং জঙ্গী অর্থায়ন, মানিলন্ডারিং বন্ধ করাসহ দেশীয় নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রমস ও প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সহজরতর করা। খুব শিগগিরই তথ্য ভান্ডার তৈরির কাজ শুরু হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।...ঢাকা থেকে আমীর খসরু