অ্যাকসেসিবিলিটি লিংক

দুদিনের পশ্চিমবঙ্গ সফরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্


আসছে বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। সেটাকেই পাখির চোখ করে বিজেপি আর তৃণমূল কোমর বেঁধে লেগে পড়েছে একে অন্যকে পাল্লা দিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ এই উদ্দেশ্যেই দুদিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন। কিন্তু তাঁর এই সফর যাতে মানুষের মনে প্রভাব ফেলতে না পারে তার জন্য তৃণমূল আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। গতকাল অমিত শাহ্ বাঁকুড়ার একটি আদিবাসী পরিবারে দুপুরে খেতে গিয়েছিলেন। বিভীষণ হাঁসদা নামে সেই আদিবাসী নিতান্তই দরিদ্র। তাঁর বাড়িতে খাবারের আয়োজন হয়েছিল পোস্তর বড়া, আলু পোস্ত, বাঁকুড়ার বিখ্যাত মেচা সন্দেশ, ইত্যাদি দিয়ে। আজ বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি মুর্মু ব্যঙ্গ করে বলেছেন "দিল্লি থেকে বাবু এলেন একজন সাধারণ আদিবাসীর বাড়িতে খেতে, তাঁর জন্য রান্না করা হলো ১৬০০ টাকা কিলোগ্রামের পোস্ত!" বছর দুয়েক আগে অমিত শাহ্ এ রাজ্যে এসে আর একটি আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছিলেন। তারপর সেই পরিবারের খোঁজ নেয়নি বিজেপির কেউ। গতকাল পশ্চিমবঙ্গ সরকার সেই আদিবাসী পরিবারের মহিলা গীতা মাহালিকে হোম গার্ডের চাকরির নিয়োগ পত্র দিয়েছে। হতদরিদ্র ওই আদিবাসী পরিবার তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৃতজ্ঞতা জানিয়েছে। আজ অমিত শাহ্ পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তু মতুয়া পরিবারের একজনের বাড়িতে মধ্যাহ্নের খাবার খেতে গিয়েছিলেন। তার আগে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মতুয়াদের কাছে গিয়ে তাঁদের জন্য এক গুচ্ছ কল্যাণ মূলক প্রকল্প ঘোষণা করে এসেছেন। গতকাল বাঁকুড়া সফরে গিয়ে আদিবাসীদের সন্তুষ্ট করার জন্য অমিত শাহ্ বিখ্যাত সাঁওতাল বিপ্লবী বিরসা মুন্ডা, যিনি ব্রিটিশ শাসকের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, তাঁর মূর্তিতে মালা দেন। পরে জানা যায়, ওটি বিরসা মুন্ডার আদৌ নয়, একজন সাধারন সাঁওতালির। এর পরেই বিজেপিকে নিয়ে হাসাহাসি শুরু হয়ে যায়। তৃণমূল বলে, বহিরাগত কেউ এসে এ রাজ্যের কোনও কিছুই না জেনেশুনে কিছু করলে এমনই দশা হয়। বাঁকুড়ার আদিবাসী নেতারা আজ বিরসা মুন্ডার মূর্তিতে পবিত্র গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে দেন। আজ কলকাতায় অমিত শাহ্ বিশিষ্ট ধ্রুপদী সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন। তা হলে কি তিনি বিজেপিতে যোগ দেবেন, প্রশ্ন ওঠায় অজয় চক্রবর্তী বলেছেন, "আমি মিউজিক পার্টির লোক। আমার বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস কোনও পার্টি নেই, কোনও পার্টিতে যোগ দেব না।"

সরাসরি লিংক


XS
SM
MD
LG