অ্যাকসেসিবিলিটি লিংক

গত বছর আদালতের বিচারে মৃত্যদন্ড কার্যকর হয়েছে ২১ টি দেশে


美國也是全球執行死刑國家之一。
美國也是全球執行死刑國家之一。
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে – গত বছর আদালতের বিচারে দোষি সাব্যস্ত আসামির মৃত্যদন্ড কার্যকর হয়েছে ২১ টি দেশে । ২ হাজার ১১ সালেও তাই হয়েছিলো কিন্তু এর সংখ্যা এক দশক আগের তুলনায় এখন ২৫ শতাংশ হ্রাস পেয়েছে ।
বুধবার এ গোষ্ঠী তাঁদের বাত্সরিক রিপোর্টে মৃত্যুদন্ডের বিবরণ তুলে ধরেছে – বলছে ২ হাজার ১২ সালে সারা দুনিয়া জুড়ে ৬ শ’ ৮২ জনের মৃত্যদন্ড কার্যকর হয়েছে । এ সংখ্যা সবচেয়ে বেশি ছিলো ইরাকে । গত বছরে এই সংখ্যা ছিলো ১ শ’ ২৯ – আগের বছর ২ হাজার এগারোয় ছিলো ৬৮ । এ্যামনেস্টির এ রিপোর্টের প্রণেতা জ্যান ওয়েটযেল বলেন – গত বছর ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে মৃতুদন্ডের সংখ্যা ছিলো উদ্বগজনক ।
মানবাধিকার গোষ্ঠী এ্যামনেস্টি মৃত্যু দন্ডের বিরোধী সর্ব ক্ষেত্রেই , তারা মৃত্যুদন্ড বিধানের বিলুপ্তি চায় ।
XS
SM
MD
LG