অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক রিপোর্টে বাংলাদেশ সরকারের সমালোচনা করা হয়


অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আজ বৃহস্পতিবার, তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'ক্রসফায়ার'বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও তা বন্ধ হয়নি। রিপোর্টে সে বিষয়ে সরকারের সমালোচনা করা হয়। রিপোর্টে আরও বলা হয়েছে পিলখানা বিডিআর বিদ্রোহ এবং বিদ্রোহের অভিযোগে গ্রেপ্তার বিডিআর সদস্যরা মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে আরও বলা হয়েছে যে বাংলাদেশে নারীরা এখনো এসিড সন্ত্রাস,ধর্ষণ,নির্যাতন ও হামলার শিকার হচ্ছেন।

এছাড়াও তেল গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে পুলিশের হামলা করার ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয় এবং বাংলাদেশ সরকারের সমালোচনা করা হয়।

অ্যামনেস্টির ২০১০ সালের প্রতিবেদনে ২০০৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের ঘটনাবলির ওপর আলোকপাত করা হয়। এই রিপোর্টে বিশ্বের ১৫৯টি দেশের মানবাধিকার চিত্র তুলে ধরা হয়েছে।

XS
SM
MD
LG