প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি শীর্ষ বৈঠকের তোড়জোড় চলছে এবং প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন বৈঠক নিয়ে আলোচনার জন্য মস্কো সফর করবেন বলেও জানানো হয়েছে। এ নিয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে এই শীর্ষ বৈঠকের কারণ এবং এর তাৎপর্য ও সম্ভাব্য ফলাফল নিয়ে কথা বলেছেন, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির Distinguished Professor , ড আলী রীয়জ । আলী রীয়াজ মনে করেন যে এই শীর্ষ বৈঠক মূলত উত্তর কোরিয়ার নেতা কিম জং ঊনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ বৈঠকের পরবর্তী পদক্ষেপ । তিনি বলেন যে নেটো সম্মেলনের আগে যদি এই শীর্ষ সম্মেলন হয় , তবে তার প্রতিকুল প্রভাব নেটো সদস্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপরও পড়তে পারে। অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যে বহু পাক্ষিক জোটগুলো থেকে বেরিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহীসেটারই একটা দৃষ্টান্ত হবে রাশিয়ার সঙ্গে এই শীর্ষ বৈঠক