অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের আশংকা : কোন কোন বিশেষজ্ঞ


 2019.
2019.

কোন কোন বিশেষজ্ঞ এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন যে সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বিপ্লবী গার্ড কোর বা IRGC কে একটি বিদেশি সন্ত্রাসবাদি সংগঠন হিসেবে অভিহিত করেছে বলে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। এ অঞ্চলে উভয় দেশের শক্তিশালি সামরিক উপস্থিতি রয়েছে।

সন্ত্রাসবাদী সংগঠনের এই অভিধা চলতি সপ্তা থেকে আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে আর এর ফলে সেই বিশেষ ইরানি সামরিক বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরেক আস্তরণ পড়লো। এই অভিধার কারণে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাষ্ট্রের আওতাভুক্ত কেউ যদি ঐ গোষ্ঠিকে বস্তুগত সহায়তা দিয়ে থাকে তা হলে সেটিকে অপরাধ বলে গণ্য করা হবে।

গত সপ্তায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পর, ইরানি সরকার পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা CENTCOM কে সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করেছে। CENTCOM মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের জন্য দায়ি। IRGC ‘র সেনাপ্রধান মোহাম্মদ আলী জাফরি সতর্ক করে দিয়েছেন যে ঐ অঞ্চলে তার বিশেষ বাহিনী যুক্তরাষ্ট্রের বাহিনীর চাইতে সুবিধাজনক অবস্থানে আছে।

কোন কোন বিশ্লেষক বলছেন যে এই ধরণের বাগাড়ম্বর শেষ পর্যন্ত দু পক্ষের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের সুত্রপাত ঘটাতে পারে।

XS
SM
MD
LG