ভারতবাসীর দীর্ঘ দিনের আকাঙ্ক্ষা পূরণ করে আন্দামান ও নিকোবরের তিনটি দ্বীপের নামান্তর হয়েছে নেতাজি সুভাষ, শহিদ ও স্বরাজ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের হাত থেকে জাপানি বাহিনী কিছুদিনের জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নিয়েছিল। তখন, সেই ১৯৪৩ সালের শেষ দিনে জাপানের মিত্র শক্তি আজাদ হিন্দ ফৌজের কম্যান্ডার ইন চিফ সুভাষ চন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে গিয়ে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন এবং আন্দামান ও নিকোবরের নামকরণ করেন শহিদ ও স্বরাজ দ্বীপ। তার পঁচাত্তর বছর পরে গতকাল স্বাধীন ভারতের একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সেই বিপ্লবী সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই দ্বীপপুঞ্জের রস আইল্যান্ডের নাম দিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপ একই সঙ্গে নীল আইল্যান্ড ও হ্যাভলক আইল্যান্ডের নামান্তর হলো শহিদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ।