অ্যাকসেসিবিলিটি লিংক

কিংবদন্তী গায়িকা আরিথা ফ্র্যাংকলিন আর নেই


আমেরিকান গায়িকা , আরিথা ফ্র্যাংকলীন , যিনি বিশ্বজুড়ে হাজার হাজার ভক্তের কাছে “Queen of Soul,” বা হৃদয়ের রাণী নামে পরিচিত ছিলেন , তিনি আজ ৭৬ বছর বয়সে মারা গেছেন।

তিনি তাঁর নিজের বাড়ি ডেট্রয়টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন ।

১৯৪২ সালের ২৫শে মার্চ টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে তাঁর জন্ম , বড় হয়েছেন ডেট্রয়টে সেখানে তাঁর বাবা সি এল ফ্র্যাংকলিন একজন জনপ্রিয় ধর্মপ্রচারক ছিলেন। খুব অল্প বয়সেই তাঁর প্রতিভার প্রকাশ ঘটে যখন তিনি গির্জার অনুষ্ঠানগুলোতে পিয়ানো বাজান এবং ধর্মীয় গান পরিবেশন করেন।

Aretha Franklin in Concert
Aretha Franklin in Concert

১৮ বছর বয়সে ফ্রাংকলিন পপ ও জ্যাজ গানে আসেন কিন্তু তাঁর আসল সুনাম হয় ১৯৬৭ সালে অ্যাটলান্টিক রেকর্ডস এ । সেই সময়ে তিনি জাতীয় ভাবে খ্যাতি অর্জন করেন। তাঁর কয়েকটি বিখ্যাত গান হচ্ছে Chain of Fools,” “A Natural Woman এবং “Respect,”

XS
SM
MD
LG