আজ সোমবার থেকে আমাদের এক ঘণ্টার অনুষ্ঠান শুরু হচ্ছে। বাংলাদেশ সময় রাত দশ থেকে রাত এগারটা আর ভারতীয় সময় রাত সাড়ে দশটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত। সোমবার এবং শুক্রবার আমাদের অনুষ্ঠানের রয়েছে কল ইন শো “আলাপন।” আমাদের সংগে যোগ দিন এবং আপনার সুচিন্তিত মতামত জানান।