অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত থেকে আরো একটি অক্সিজেনবাহী ট্রেন বাংলাদেশে পৌছেছে


ভারত থেকে আসা অক্সিজেনবাহী ট্রেন।
ভারত থেকে আসা অক্সিজেনবাহী ট্রেন।

ভারত থেকে ছেড়ে আসা আরো একটি অক্সিজেনবাহী বিশেষ ট্রেন ‘অক্সিজেন এক্সপ্রেস’ বুধবার সকালে সিরাজগঞ্জে পৌছেছে। এই ট্রেনটিতেও ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) এসেছে। বেলা পৌনে ১১টার দিকে বিশেষ এই ট্রেনটি সিরাজগঞ্জ পৌছালে আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা বুঝে নেন।


এ বিষয়ে লিন্ডে বাংলাদেশ লিমিটেডের এডমিন ম্যানেজার সুফিয়া বেগম ভয়েস অফ আমেরিকাকে জানান, গত ২৫শে জুলাই এর পর আজ দ্বিতীয় দফায় অক্সিজেনবাহী বিশেষ ট্রেনটি একই পথে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম পার স্টেশনে পৌছে। অক্সিজেনগুলো বুঝে নিয়ে তাদের নিজস্ব কনটেইনারে খালাস করে সড়ক পথে তাদের সেন্ট্রাল কার্যালয়ে নেয়া হবে। তিনি জানান, এসব অক্সিজেন দেশের বিভিন্ন হাসপাতালে কভিড-১৯ আক্রান্ত রোগীদের ব্যবহারের জন্য পাঠানো হবে।


এর আগে চলতি মাসের ২৫শে জুলাই বিশেষ ট্রেনে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) এসেছে বাংলাদেশে। ভারত থেকে অক্সিজেনগুলো আমদানী করেছে আমেরিকান কোম্পানি লিন্ডে বাংলাদেশ।

XS
SM
MD
LG