অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে জাপান বিরোধী বিক্ষোভ অব্যাহত



চীনে আজ রোববার জাপান বিরোধী প্রতিবাদ বিক্ষোভের দ্বিতীয় দিনে জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা জাপানী নাগরিক এবং চীনা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

পূর্ব চীন সাগরে এক গুচ্ছ বিবাদিত দ্বীপের ওপর সম্পুর্ণ নিয়ন্ত্রণ গ্রহণে জাপানি দাবির পক্ষে দেশটির কর্মকান্ডের বিরুদ্ধে চীনে এই প্রতিবাদের সূচনা।

শনিবার বেইজিং এ জাপানী দূতাবাসের বাইরে হাজার হাজার চীনা প্রতিবাদকারী বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে এবং জাপানি পতাকা পুড়িয়ে দেয়। এই বিক্ষোভ আরও বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার থেকে যে সব বিক্ষোভ হয়েছে , রোববারের বিক্ষোভ ছিল তাদের মধ্যে সর্বসাম্প্রতিক। গত মঙ্গলবার জাপান জানায় যে তারা এই দ্বীপপুঞ্জ ব্যক্তি মালিক থেকে কিনে নিয়েছে। চীন বলছে যে এ ধরণের কেনা কাটা আইন সম্মত নয় এবং ঐ অঞ্চলকে নিজেদের বলে দাবি করছে।

গত শুক্রবার থেকে এই বিবাদ বৃদ্ধি পায় যখন চীন ঐ সব দ্বীপে ছ টি নজরদারি জাহাজ পাঠায়।
XS
SM
MD
LG