অ্যাকসেসিবিলিটি লিংক

অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে লক ডাউনের বিরুদ্ধে বিক্ষোভ



মেলবোর্নে প্রতিবাদকারীদের বিরুদ্ধে পুলিশের মরিচের স্প্রে ব্যবহার. ২১শে অগাস্ট, ২০২১- এপি
মেলবোর্নে প্রতিবাদকারীদের বিরুদ্ধে পুলিশের মরিচের স্প্রে ব্যবহার. ২১শে অগাস্ট, ২০২১- এপি


অস্ট্রেলিয়ায় লক ডাউনের বিরোধিতাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছেI মেলবোর্নে বেশ কয়েকটি সংঘর্ষের খবর পাওয়া যায়; এবং সিডনিতে বহু প্রতিবাদকারীকে গ্রেফতার করা হয়েছেI ডেল্টা ভ্যারিয়েন্ট আগ্রাসী ভাইরাস অব্যাহতভাবে বাড়তে থাকায়, দুটি শহরেই ঘরে থাকবার কঠোর নির্দেশ দেয়া হয়েছেI

মেলবোর্নে হাজার হাজার প্রতিবাদকারী আদেশ অমান্য করে লক ডাউনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিটি সেন্টারে মার্চ করে এলে, পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধেI সামাজিক মাধ্যমের ভিডিওতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরের উত্তেজনাকর দৃশ্য দেখানো হয়I

সিডনিতে, ১৪০০ পুলিশ অফিসারকে বৃহৎ আকারের লক ডাউনের বিরুদ্ধে মিছিল প্রতিরোধ করতে নিয়োজিত করা হয়I তবে এর মাঝেও, সহিংসতার খবর পাওয়া গিয়েছেI বিক্ষোভকারীরা ঘরে থাকবার কঠোর নির্দেশ এবং ভ্যাকসিন ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেনI অস্ট্রেলিয়ার এযাবৎ কালীন সবচাইতে কঠোর নিষেধাজ্ঞায় আওতায় রয়েছে এই দুটি জনবহুল শহর, যেখানে বহু লোককে গ্রেফতার করা হয়েছে বলে খবরে প্রকাশI

XS
SM
MD
LG