অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে নির্বাচনের দিন অন্তত ১৪ জন নিহত হয়


আফগানিস্তানে নির্বাচনের দিন অন্তত ১৪ জন নিহত হয়
আফগানিস্তানে নির্বাচনের দিন অন্তত ১৪ জন নিহত হয়

আফগান জনগন, রকেট ও বোমা আক্রমন সত্বেও সংসদীয় নির্বাচনে ভোট দিতে যায়। সরকার, তালিবান ও দুর্নীতির বিরুদ্ধে যে লড়ছে এই নির্বাচন তার একটা বড় পরীক্ষা বলে মনে করা হচ্ছে।

সে দেশের সর্বত্র বিক্ষিপ্ত সহিংশ ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়। উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে এক রকেট হামলা হয়। একই ধরনের মারাত্নক হামলা হয় পুর্বাঞ্চলের কুনার প্রদেশে ও উত্তরাঞ্চলের তাখার প্রদেশে। ভোটকেন্দ্রগুলো খোলার আগে রাজধানীতে একটি রকেট এসে পড়ে।

আফগান নির্বাচন কমিশনের কর্মকর্তা ফাজাল আহমেদ মানাউই বলেছেন ভোটগ্রহন বিঘ্নিত করার মতো সেরকম বড় ধরনের সহিংশ ঘটনা ঘটেনি এবং ৫৮০০ ভোট কেন্দ্রের মধ্যে ৯২ শতাংশ ভোট কেন্দ্র খোলা ছিল।।

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিসটুরা, রাজধানী কাবুলে ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করেন।

তিনি বলেন এটা একটা অতি গুরুত্বপূর্ণ দিন। নিরাপত্তা ও ভোটগ্রহনে কারচুপির ব্যাপারে আমাদের উদ্বেগ রয়েছে। আমরা তাই এখানে পর্যবেক্ষন করছি না, যাতে ভোট পদ্ধতি অব্যাহত থাকে তাতে আমরা উত্সাহ দেওয়ার জন্য এখানে এসেছি।

সংসদের নিম্ন পরিষদে ২৪৯ টি আসনের জন্য ২৫০০ বেশি প্রার্থী রয়েছে।

XS
SM
MD
LG