আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা গত শুক্রবার মিয়ানমার সেনাবাহিনীর একটি ট্রাকের উপরে উত্তর রাখাইনে হামলা চালিয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ যে বক্তব্য দিয়েছে এবং আরসা মিয়ানমারের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে লড়াই করা ছাড়া এই মুহূর্তে আর কোনো পথ খোলা নেই বলে যে সতর্ক বার্তা মিয়ানমার কর্তৃপক্ষকে দিয়েছে তা পুরো রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি কৌশল ও প্রচেষ্টা হিসেবে দেখছেন বাংলাদেশের বিশেষজ্ঞ ও বিশ্লেষকগণ। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন রোহিঙ্গা সংকট বিষয়ক বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার।
এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।