নিখোঁজ হয়ে যাওয়া আর্জেন্টিনার সাবমেরিনের খোঁজ পাওয়া গেলো এক বছর পর I আর্জেন্টিনা নৌ বাহিনীর এই সাবমেরিনে ৪৪জন নাবিকও সাগরে বিলীন হয়ে গিয়েছিলেন I বিবৃতিতে জানায় হয় Valdes Peninsula 'র ৪০০ মিটার পানির গভীরে সাবমেরিনটির সন্ধান মেলে শনিবার খুব ভোরের দিকে I যুক্তরাষ্ট্রের OCEAN INFINITY নামের একটি তল্লাশি জাহাজ সাবমেরিনটিকে শনাক্ত করতে সমর্থ হয় I
নিখোঁজ নাবিকদের শোক-সন্তপ্ত পরিবার পরিজন সাবমেরিনটি নিখোঁজ হবার এক বর্ষ পূর্তি পালনের ঠিক দুদিন পর তাদের কাছে এই সংবাদটি পৌঁছানো হয় I