অ্যাকসেসিবিলিটি লিংক

ইউনিসেফ বাংলাদেশের ২৯ জন মিডিয়া কর্মিকে মিনা মিডিয়া পুরস্কার দিয়েছে


জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বাংলাদেশ সংবাদ মাধ্যমের ২৯ জন কর্মিকে মিনা মিডিয়া ইউনিসেফ পুরস্কার দিয়েছে । ইউনিসেফ বাংলা দেশ মিশনের যোগাযোগ ও তথ্য বিভাগের কম্যুনিকেশন ম্যানেজার আরিফা শারমিন শিশু অধিকার নিয়ে বাংলাদেশের সাংবাদিকদের কৃতিত্বের কথা বলেন। আরিফা শরমিন জানালেন সমাজে শিশুরা যে প্রতিনিয়ত হিংসার শিকার হচ্ছে সাংবাদিকদের লেখা থেকে তা প্রকট হয়ে উঠেছে। শিশু অধিকার নিয়ে সৃজনশীল কাজের স্বীকৃতিতে ইউনিসেফের অর্থানুকুল্যে মিনা মিডিয়া পুরস্কার দেয়া হয়।

ওয়াশিংটন স্টুডিও থেকে আরিফা শরমিনের সঙ্গে কথা বলেন ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের মাসুমা খাতুন ।

XS
SM
MD
LG