অ্যাকসেসিবিলিটি লিংক

প্রচণ্ড বেগে আরমা কিউবার পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বইছে


যুক্তরাষ্ট্রের জাতিয় হারিকেন সেন্টার জানিয়েছে, সামুদ্রিক ঝড় আরমা কিউবার পশ্চিমাঞ্চলের ব্যাপক এলাকা এবং বাহামার কেন্দ্রস্থলে প্রচণ্ড বেগে বয়ে যাচ্ছে। আজ শুক্রবার রাতে কিউবার উত্তরাঞ্চলেও উপর দিয়ে বয়ে যাওয়ার পর আরমা গতিপথ পরিবর্তন করে উত্তরপশ্চিমের দিকে ধাবিত হবে। ৫নম্বর ক্যাটাগরির হারিকেন ঝড় আরমা এখন ৪ নম্বর ক্যাটাগরিতে নেমে আসলেও হারিকেনের মাত্রা হিসেবে তা এখনও অত্যন্ত শক্তিশালী।

ঝড়ের পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে আরমা, ফ্লোরিডার দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে ধাবিত হবে এবং ঐ সময়ও এর বেগ একই রকম থাকবে।

এনএইচসি বলছে শুক্রবার এবং শনিবার আরমা কিউবার উত্তর উপকূল এবং বাহামার কেন্দ্রস্থলের দিকে সরে এসে রবিবার ভোরে তা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের দক্ষিণাঞ্চলে আঘাত হানবে। ফ্লোরিডাবাসীরা ঝড়ের পূর্ব প্রস্তুতি নিচ্ছে।

XS
SM
MD
LG