অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে সহিংসতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সশস্ত্র সংঘাত বাড়ছে 


মানবাধিকার বিষয়ে জাতিসংঘ হাই কমিশনার, মিশেল বাশেলেট বলেছেন, পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যূথানে পর, বার্মায় সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়েছে এবং সামরিক জান্তার বিরুদ্ধে সারা দেশজুড়ে সশস্ত্র বিরোধী আন্দোলন বাড়ছেI তিনি আশংকা ব্যক্ত করেন যে, এতে বহু প্রাণনাশের সম্ভাবনা রয়েছেI সামরিক সরকারের বিরোধিতাকারী, সুশীল সমাজের বিরুদ্ধে সেখানে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছেI

হাই কমিশনার বাশেলেট বলেন, সঙ্কট নিরসনের প্রয়াস না নিয়ে, সামরিক নেতারা প্রধান কতগুলি অঞ্চলে সেনা উপস্থিতি বৃদ্ধি করেছেI মুখ্যত সেই অঞ্চলগুলি হচ্ছে জাতিগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত, কায়াহ, চীন ও কাচিন রাজ্যI

মানবাধিকার দপ্তরের মুখপাত্র, রাভিনা শামদাসানি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, সশস্ত্র গ্রূপ, সাধারণ নাগরিক ও খ্রীষ্টানদের উপাসনালয় লক্ষ্য করে বিমান হামলাসহ, ভারী অস্ত্র ও গোলা ব্যবহার করছেI

XS
SM
MD
LG