অ্যাকসেসিবিলিটি লিংক

আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে নতুন করে লড়াই: উভয় পক্ষেই হতাহত


ফাইল ছবিতে দেখা যাচ্ছে, আর্মেনিয়ার সেনারা একটি ট্রাকে করে নাগর্নো-কারাবাখের কার্ভাচার শহর ছেড়ে যাচ্ছে। নভেম্বর ২৪, ২০২১।
ফাইল ছবিতে দেখা যাচ্ছে, আর্মেনিয়ার সেনারা একটি ট্রাকে করে নাগর্নো-কারাবাখের কার্ভাচার শহর ছেড়ে যাচ্ছে। নভেম্বর ২৪, ২০২১।

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে দেশটির কর্মকর্তারা ১৭ই নভেম্বর জানিয়েছেন, আজারবাইজানের সঙ্গে সর্বসাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পর তাদের কয়েক ডজন সেনা বন্দী বা নিখোঁজ রয়েছে।

অন্যদিকে, আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রক ১৭ই নভেম্বর সকালে জানিয়েছে, অভিন্ন সীমান্তে ১৬ই নভেম্বর নতুন করে শুরু হওয়া লড়াইয়ে তাদের সাতজন সেনা নিহত এবং অন্য ১০ জন আহত হয়েছে।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, আজারবাইজানের বাহিনী আর্মেনিয়ার ১৩ জন সৈন্যকে বন্দী করেছে এবং অন্য ২৪ জন নিখোঁজ রয়েছে, যাদের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধে আর্মেনিয়ার একজন সেনা নিহত হয়েছে। দেশটি জানিয়েছে, মস্কোর সঙ্গে আলোচনার পর ঐ যুদ্ধ বন্ধ করে দেয়া হয়েছে।

সবশেষ সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে। এই দুটি সাবেক সোভিয়েত রাষ্ট্রের মধ্যে গত বছর নাগর্নো-কারাবাখ নিয়ে ছয় সপ্তাহের যুদ্ধের পর থেকে উত্তেজনা বিরাজ করছে।

পরে, ১৬ই নভেম্বর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মস্কোর মধ্যস্থতায় যুদ্ধ বিরতির পর আর্মেনিয়া-আজারবাইজানের সীমান্তে লড়াই বন্ধ হয়েছে। আর্মেনিয়া এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

(এই প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেয়া।)

XS
SM
MD
LG