অ্যাকসেসিবিলিটি লিংক

আর্মেনিয়ায় বিরোধী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে


Serzh Sargsyan, left, speaks with protest leader Nikol Pashinian during their meeting in Yerevan, Armenia, April 22, 2018. (Hrant Khachatryan/PAN Photo via AP)
Serzh Sargsyan, left, speaks with protest leader Nikol Pashinian during their meeting in Yerevan, Armenia, April 22, 2018. (Hrant Khachatryan/PAN Photo via AP)

রবিবার আর্মেনিয়ায় বিরোধী নেতাকে গ্রেপ্তার করা হয়। এর কয়েক ঘন্টা আগে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতার মধ্যে রবিবার টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠক, কয়েক মিনিট স্থায়ী হয় যখন প্রধানমন্ত্রী সেখান থেকে বেরিয়ে চলে যান।

সরকার বিরোধী অব্যাহত প্রতিবাদ বিক্ষোভ অবসানের লক্ষ্যে, প্রধানমন্ত্রী সার্জ সার্গসিয়ান এবং বিরোধী রাজনীতিক নিকোল পাশিনিয়ান এর মধ্যে বৈঠক হয়। গত সপ্তাহে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় যখন সংসদ সার্গসিয়ানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করে। তার আগে তিনি ১ দশক প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন।

সার্গসিয়ানএর বিরোধীরা ওই পদক্ষেপকে মনে করেন, ক্ষমতায় থাকার জন্য তাঁর এবং তাঁর সমর্থকদের এটা একটা প্রচেষ্টা।

টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকের শুরুতেই পাশিনিয়ান প্রধানমন্ত্রীকে বলেন “আমি এখানে এসেছি আপনার পদত্যাগ বিষয়ে নিয়ে আলোচনার জন্য।”

প্রধানমন্ত্রী জবাবে বলেন, “এটা blackmail” এবং বেরিয়ে চলে যান।

XS
SM
MD
LG