অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকি শহরগুলিতে বোমা বিস্ফোরণে বহু লোক হতাহত


ইরাকি শহরগুলিতে বোমা বিস্ফোরণে বহু লোক হতাহত
ইরাকি শহরগুলিতে বোমা বিস্ফোরণে বহু লোক হতাহত

সোমবার ইরাকের বেশ কয়েকটি শহরে বোমা বিস্ফোরণে ৬০ জন নিহত এবং আরো বহু লোক আহত হয়েছে।

ইরাকি কর্মকর্তারা বলছেন যে দক্ষিণের কুৎ শহরে দুটি বিস্ফোরণে ৩৭ জন নিহত এবং আরো ৬০ জন আহত হয়েছে। দক্ষিণে শিয়া অধ্যূষিত নাজাফ শহরে , পুলিশ কর্মকর্তারা বলছেন দুটি গাড়ি বোমা বিস্ফোরণে কম পক্ষে তিনজন নিহত এবং কারাবালায় আরেকটি গাড়ি বোমার আঘাতে অন্তত দুই জন প্রাণ হারিয়েছে।

উত্তরের তিকরিতে সন্ত্রাস বিরোধী ইউনিটকে লক্ষ্য করে দু জন অত্মঘাতী বোমাবাজের আক্রমণ চালালে দু জন পুলিশসহ কমপক্ষে তিনজন নিহত হয়।

উত্তরে দিয়ালা প্রদেশে একাধিক বোমা আক্রমণে কমপক্ষে আটজন নিহত হয়েছে এবং কিরকুকে দুটি পৃথক বিস্ফোরণে একজন নিহত এবং আরো বারো জন আহত হয়।

XS
SM
MD
LG