অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান বিষয়ে ডক্টর বাকের আহমেদ সিদ্দিকীর মূল্যায়ন


আফগানিস্তান বিষয়ে ডক্টর বাকের আহমেদ সিদ্দিকীর মূল্যায়ন
আফগানিস্তান বিষয়ে ডক্টর বাকের আহমেদ সিদ্দিকীর মূল্যায়ন

আপনারা খবরেই শুনেছেন , তালেবানরা কাতারে একটা অফিস খোলার কথা বলছে । বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ মহলে বেশ আলোচনার সূচনা হয়েছে । অনেকেই এটাকে অস্তিবাচক একটা লক্ষন বলে মনে করছেন । তালেবানদের মূখপাত্রও একে শান্তি অন্নেষায় মদত জোগানদার পদক্ষেপ বলে অভিহিত করেছেন , পশ্চিম থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া শোনা যাচ্ছে । বিষয়টি নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের স্প্রিংফিল্ড ক্যাম্পাসের অধ্যাপক- মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ডক্টর বাকের আহমেদ সিদ্দিকীর সঙ্গে কথা বলি । বাকের সিদ্দিকী বলেন এটা একটা অস্তিবাচক লক্ষণ ঠিকই এবং আফগানিস্তান সমস্যার সমাধান রাজনৈতিক পন্থাতেই হতে হবে অবশ্যই । তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।

XS
SM
MD
LG