অ্যাকসেসিবিলিটি লিংক

বাকের আহমদ সিদ্দিকীর সাক্ষাত্কার


বাকের আহমদ সিদ্দিকীর সাক্ষাত্কার
বাকের আহমদ সিদ্দিকীর সাক্ষাত্কার

শিকাগোর University of Illinois, at Springfield-এ কর্মরত professor of Economics ডক্টর বাকের আহমেদ সিদ্দিকী কথা বলেন যুক্তরাষ্ট্র অর্থনীতি নিয়ে এবং শিকাগোয় সদ্য সমাপ্ত তিনদিন ব্যাপি অর্থনীতিবীদদের সম্মেলন Allied Social Sciences’ সম্মেলনে আলোচিত আর্থনীতিক বিষয়াবলি নিয়ে । তিনি মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের অর্থনীতি এই এখন কিছুটা উর্ধমুখি হচ্ছে এবং বেকার হার ৮ দশমিক পাঁচ মাত্রায় নেমেএসেছে এতে করে ২ হাজার বারো সালের প্রেসিডেণ্ট নির্বাচনে তার ইতিবাচক প্রভাব পড়তে পারে এবং প্রেসিডেন্ট ওবামাকে তাঁর পুনর্নিবাচনে তা মদত জোগাতে পারে । প্রফেসার বাকের আহমেদ সিদ্দিকীর সঙ্গে টেলিফোনে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।

XS
SM
MD
LG