অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান যুদ্ধে বাস্তুচ্যুতরা মানবিক সমস্যার সম্মুখীন


আফগান যুদ্ধে বাস্তুচ্যুতরা মানবিক সমস্যার সম্মুখীন
আফগান যুদ্ধে বাস্তুচ্যুতরা মানবিক সমস্যার সম্মুখীন

একটি আন্তর্জাতিক অধিকার গোষ্ঠি বলছে যে আফগানিস্তানে লড়াইয়ের কারণে পাঁচ লক্ষ লোক গৃহচ্যত হয়েছেন যাদের কাছে পর্যাপ্ত আবাসন , খাদ্য এবং শিক্ষার ব্যবস্থা নেই।

লন্ডন ভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গোষ্ঠি আজ প্রকাশিত এক রিপোর্টে বলছে সেখানে মানবিক এবং মানবাধিকার সংক্রান্ত সংকট দুর্বিসহ পর্যায়ে পৌছেছে।

ঐ প্রতিবেদনে বলা হয়েছে যে বাস্তুচ্যুতরা এমন সব বসতিতে বাস করছেন যেখানে খাদ্য , যথার্থ পয়নিস্কাশন ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিচর্যার অভাব রয়েছে এবং রাজধানী কাবুলের চার পাশে বিভিন্ন তাঁবুতে তারা খুব কঠিন পরিস্থিতিতে বসবাস করছে।

অ্যামনেস্টি কর্মকর্তা মাইকেল বোকেনেক আজ সংবাদদাতাদের বলেন যে স্থানচ্যুত আফগানদের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে আফগান সরকারের নিয়ম কানুনগুলোর কারণে মানবিক গোষ্ঠিগুলো যথার্থ ত্রাণ দিতে পারছে না এবং তারা কর্মকর্তাদের ঐ সব বিধিনিষেধ তুলে দেবার আহ্বান জানায়।

XS
SM
MD
LG