অ্যাকসেসিবিলিটি লিংক

বৃটেনে বাংলাদেশী – বৃটিশ নাগরিক সনত্রাসবাদের দায়ে অভিযুক্ত


মঙ্গলবার লণ্ডনের এক আদালত একজন বাংলাদেশী নাগরিক রাজীব করিমকে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করেছে । লণ্ডনে ভয়েস অফ আমেরিকার পশতু ও উর্দু বিভাগের সংবাদদাতা আদিল শাহযাব এ প্রসঙ্গে টেলিফোনে জানিয়েছেন –‘বৃটিশ এয়ারওয়েজের এক কম্প্যূটার বিশেষজ্ঞ যে ৯/১১ ধরণের তৎপরতা চালিয়ে বিমান উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, তাকে লণ্ডনের এক আদালতে দোষী সাব্যস্ত করা হয় । রাজীব করিম বাংলাদেশী বংশোদ্ভব । বৃটিশ গোয়েন্দা পুলিশ বর্তমানে নিউ ক্যাসেলে বসবাসকারী রাজীবের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে জানতে পারে যে, সে ই-মেইলে অত্যাধুনিক ব্যবস্থায় ইয়েমেনে ধর্মীয় নেতা আল কায়দার সদস্য আনোয়ার আল আওলাকির সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং বৃটিশ পুলিশ মনে করে যে আওলাকি তাকে বার্তা পাঠায় যে, সে বৃটিশ এয়েরওয়েজের বিমানে একটি প্যাকেট পাঠাবার ব্যবস্থা করতে পারে কি না ।

অভিযোগ করা হয় যে, রাজীব ২০০৬ সালের দিকে বাংলাদেশে যান এবং সেখানে তার ছোট ভাইএর মাধ্যমে জামাতুল মুজাহেদীন বাংলাদেশ – জে এম বির সঙ্গে তার যোগাযোগ হয় । বৃটেনের সন্ত্রাস বিরোধী পুলিশ ৯ মাস তার গতিবিধির অনুসন্ধান চালিয়ে তাকে গ্রেফতার করে । বাংলাদেশের পক্ষে আনুষ্ঠানিকভাবে এই ঘটনায় কোন প্রতিক্রিয়া জানানো হয়নি ।

XS
SM
MD
LG