যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সফরকারী ইসরাইলী প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতেনইয়াহুকে বলে যে ইসরাইলের নিরাপত্তার প্রতি তার ইস্পাত দৃঢ় সমর্থন রয়েছে। ইরানকে পারমনিবিক অস্ত্র সজ্জিত রাষ্ট্র হওয়া থেকে বিরত রাখার বিষয় নিয়ে দুই নেতা আজ ওয়াশিংটনে আলোচনায় মিলিত হন।
একান্ত বৈঠক শুরুর আগে আজ হোয়াইট হাউজে সংবাদদাতাদের ওবামা বলেন যে তিনি এ বছর বেশ কঠিন সময়ের আশঙ্কা করছেন। ইরান অবশ্য তার পরমানূ অস্ত্র আহরণের চেষ্টার কথা অস্বীকার করেছে এবং বলেছে যে পরমানু বিষয়ে তার উচ্চাকাঙ্খা শান্তিপূর্ণ।
মি ওবামা বলেন যে ইরানের পারমানবিক বিবাদ কুটনৈতিক ভাবে নিস্পত্তির সুযোগ এখন ও আছে এবং তিনি বলেন যে এ ধরণের ব্যবস্তাকে তিনি এবং নেতেনইয়াহু উভয়ই সমর্থন করেন। তবে প্রেসিডেন্ট তার অবস্থানের পুনরাবৃত্তি করে বলেন যে ইরানকে পারমানবিক অস্ত্র আহরণ থেকে নিবৃত্ত রাখার জন্যে সব রকমের বিকল্পই খোলা রাখা হবে।
তিনি গতকালকেব এক আলোচনায় বলেন যে তিনি এই বিষয়টির শক্তি প্রয়োগের মাধ্যমে নয় , কুটনৈতিক ভাবে নিস্পত্তি করতে চান।
গতকাল ওয়াশিংটনে আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফার্স কমিটি বা আইপ্যাককে মি ওবামা বলেন যে এখন সময় এসছে ইরানের পারমানবিক অস্ত্র রাখার বিরুদ্ধে বৃহত্তর আন্তর্জাতিক জোট গঠন করার।
তিনি তার এই প্রতিশ্রুতি ও পুনব্যক্ত করেন যে ইরানকে পারমানবিক অস্ত্র আহরণ বন্ধ করানোর জন্যে প্রয়োজন বোধে সামরিক ব্যবস্থা নেয়া যেতে পারে। মি নেতেনইয়াহু গতকাল বলেন যে মি ওবামা যে সব রকমের বিকল্প খোলা রাখছেন সেটা প্রশংসনীয় এবং ইসরাইলকে যে কোন হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম থাকতে পারে । ইসরাইলী নেতা আজ এই AIPAC এর বৈঠকে ভাষণ দেবেন।
বিষয়টির ওপর ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সরকার কবীরদ্দিন কথা বলেছেন স্প্রিং ফিল্ডের ইলিনয় ইউনিভার্সিটির মধ্য প্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ বাকের আহমেদ সিদ্দিকির সঙ্গে :