অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে এক জানাজায় আত্মঘাতী বিস্ফোরণে ১৫ জন নিহত


পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের পুলিশ জানায়, একজন আত্মঘাতী বোমাবাজ একটি জানাজা শোভাযাত্রার ওপর রোববার আক্রমন চালালে কমপক্ষে ১৫ জন নিহত হয়। ঐ জানাজায় উপস্থিত ছিলেন তালিবান বিরোধী এক রাজনীতিক।

পুলিশের মতে, রবিবারের আক্রমনকারী আত্মঘাতী বোমাবাজটি সম্ভবতঃ খুশদিল খান নামের একজন রাজনীতিবিদের প্রাণহরণ করতে চেয়েছিলো।ধর্মনিরপেক্ষ আওয়ামী ন্যশনাল পার্টির সদস্য মিষ্টার খান ঐ বিস্ফোরণ থেকে রক্ষা পান। তিনি ঐ অঞ্চলের জঙ্গি গোষ্ঠিগুলোর বিপক্ষে অভিযান চালান।

কর্মকর্তারা বলছেন যে ঐ হামলায় তিরিশ জনের ও বেশি লোক আহত হয়েছেন যাদের অনেকেরই অবস্থাগুরুতর। পেশাওয়ারের শহরতলীতৈ এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা আবিদ রেহমান বলেন সেই অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গী গোষ্ঠীগুলির সংঘর্ষের জের হিসেবেই ওই আত্মঘাতী বোমা আক্রমনটি ঘটে।

এর ঠিক একদিন আগেই পাকিস্তানি নিরাপত্তা বাহিনী পেশাওয়ারের কাছে খাইবার উপজাতীয় এলাকায় ৩৯ জন জঙ্গিকে হত্যা করে বলে দাবি করেছিল্

XS
SM
MD
LG