অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্ব মতাদর্শগত জটিলতার কারণে : আবুল মোমিন


বাংলাদেশের প্রধান বিরোধী দল , বিএনপি গতকাল , এক বিশাল সমাবেশের আয়োজন করেছিল ঢাকায় । আগামিকাল ক্ষমতাসীন আওয়ামি লীগ একই রকম সমাবেশের আয়োজন করবে বলে কথা আছে। রাজনৈতিক সভা সমাবেশ ছাড়াও , বাংলাদেশের এ দুটি বড় দলের মধ্যে , বড় রকমের তিক্ততা বিরাজ করছে যা ক্রমশই সুষ্ঠু গণতন্ত্র চর্চার জন্যে চ্যালেঞ্জ হয়ে উঠবে পারে বলে অনেকেই আশংকা করছেন। এরই পরিপ্রেক্ষিতে বিশিষ্ট লেখক, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আবুল মোমিন ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে বলেন যে বাংলাদেশে গণতন্ত্র শুধু সীমিত রয়েছে নির্বাচনে ভোট দেয়া মধ্যে । কিন্তু সমাজে গণতান্ত্রিক মূল্যবোধের অভাব লক্ষ্য করা যাচেছ। তিনি সমাজের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ স্থাপনে কেবল রাজনীতিক নয় , সুশীল সমাজের ভুমিকার

বাংলাদেশ আওয়ামি লীগ ও বি এনপি’র মধ্যে রাজনৈতিক বৈরীতা যে কেবল ইস্যুগত তাই-ই নয় , এই বৈরীতা ঐতিহাসিক ও বটে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও এই দল দুটির মধ্যে মতবিরোধ আছে। মতাদর্শগত এই বিভেদই মূলত দ্বন্দ্বের একটা প্রধান কারণ হয়ে দাড়িয়েছে। এ সব সত্বেও আবুল মোমিন আশাবাদি যে বাংলাদেশে তরুণ প্রজন্মের যে বর্ধিষ্ণু সংখ্যা রয়েছে এবং তাদের যে স্বপ্ন ও স্পৃহা রয়েছে , তাতে একটা পরিবর্তন হয়ত তারাই নিয়ে আসবে।

XS
SM
MD
LG