অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বন্যার ঝুঁকি কমাতে সমন্বিত চেষ্টা প্রয়োজন : ড: সুফিয়ান খন্দকার


বাংলাদেশে সাধারণত বর্ষাকালে আগস্ট-সেপ্টেম্বর মাসের দিকে বন্যার ঝুঁকি থাকে। এ বছরও তার ব্যতিক্রম নয়। যুক্তরাস্ট্রে কর্মরত পানি বিশেষজ্ঞ ড: সুফিয়ান খন্দকার বলছেন, বাংলাদেশের উত্তরে মেঘালয়-আসাম রাজ্য থেকে আসা নদীগুলো প্লাবিত হলে তার প্রভাব পড়ে বাংলাদেশের উপরে। অতিবৃষ্টি এবং বরফ গলা পানি এই দুইয়ের সম্মিলিত প্রভাবে ব্রহ্মপুত্র –যমুনা এবং সুরমা-কুশিয়ারার দুই কূল প্লাবিত হয়।

ড: খন্দকারের মতে ভারত, নেপাল এবং বাংলাদেশের সমন্বিত প্রচেষ্টায় জলাধার এবং বাঁধ নির্মাণের মাধ্যমে বন্যার পানি নিয়ন্ত্রণ করা সম্ভব।

XS
SM
MD
LG