অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় – মাহে রমজানের চেতনা ।


হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় – মাহে রমজানের চেতনা ।
হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় – মাহে রমজানের চেতনা ।

এ সপ্তার কল ইন শোতে আলোকপাত করা হয় – বাংলাদেশে রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা, সোমালিয়ার ক্ষুধা-অনাহার এ সব প্রসঙ্গে । সেই সঙ্গে মিশরে রমজান মাসেরর শুরুতেই হোসনী মুবারাকের বিচার পর্ব শুরু কতটুকু ন্যায়সঙ্গত, সেই প্রশ্নটিও উত্থাপিত হয়। বর্তমান বিশ্বের যুদ্ধবিগ্রহ, বুভুক্ষার মাঝে কেমন করে ঈশ্বরকে স্মরণ করা যায় এবং সমগ্র পৃথিবীর জন্য শান্তি কামনাই হোক রমজানের মূল বাণী

এই রমজান মাসে শুধুমাত্র পানাহার না করলেই যে রোজার গুরুত্ব রক্ষা করা যায় তেমন তত্বের সঙ্গে একমত নন বহু শ্রোতাই।

এবারের হ্যালো ওয়াশিংটনে প্যানেলের অতিথিরা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালযের প্রাক্তন অধ্যাপক, প্রফেসার শামসের আলী এবং যুক্তরাষ্ট্রের মেরীল্যাণ্ড থেকে শারমিন আহমেদ, মিনারেটস অফ ফ্রিডম সংগঠনের প্রতিষ্ঠাতা-সদস্য, পরিচালকমণ্ডলীর সদস্য।

ই মেল, ফেসবুক ও টেলিফোনে শ্রোতাদের মন্তব্য ছিল অনেক, ছিল বিভিন্ন প্রশ্নও।

XS
SM
MD
LG