ডক্টর সোমা চৌধুরী একজন সমাজ বিজ্ঞানী। তিনি মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে পড়ান। সমাজ বিজ্ঞান ও ক্রিমিনাল জাসটিস বিভাগে তিনি অ্যাসিসটেন্ট প্রফেসার।
ডক্টর চৌধুরী ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাত্কারে, মিশিগানের বাঙালি জনগোষ্ঠি, মুসলিম সম্প্রদায় ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন। তাঁর গবেষণার কথাও তিনি উল্লেখ করেন।
মিশিগান রাজ্যে বিশেষ করে ডেট্রয়েটের উপকন্ঠে গাড়ি নির্মান শিল্প গড়ে ওঠার সঙ্গে, সেখানে বিদেশীদের আগমনের ব্যাখ্যা দেন সোমা চৌধুরী। তিনি বলেন মধ্যপ্রাচ্য থেকে বহু মানুষ সেখানে যান এবং নতুন জীবন শুরু করেন। অন্যান্যদের সঙ্গে দক্ষিণ এশীয় বংশদ্ভুত বিশেষ করে বাঙালিরা ডেট্রয়েটে এবং তার উপকন্ঠে বসবাস শুরু করেন।
ডঃ চৌধুরী বলেন সময়ের সঙ্গে অনেক পরিবর্তন হয়েছে। দক্ষিণ এশিয় বংশদ্ভুত লোকজন মূলধারার রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন।
রাজনীতিতে বাঙালিদের প্রভাবও অনেক বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।