অ্যাকসেসিবিলিটি লিংক

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আমাদের সশ্রদ্ধ নিবেদন ‘আমার রবীন্দ্রনাথ’


রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আমাদের সশ্রদ্ধ নিবেদন ‘আমার রবীন্দ্রনাথ’
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আমাদের সশ্রদ্ধ নিবেদন ‘আমার রবীন্দ্রনাথ’

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আমাদের সশ্রদ্ধ নিবেদন ‘আমার রবীন্দ্রনাথ’
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আমাদের সশ্রদ্ধ নিবেদন ‘আমার রবীন্দ্রনাথ’
আজ থেকে পঁচিশ বছর আগের কথা পশ্চিম বঙ্গের একটি স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ষষ্ঠ শ্রেনীর ছাত্রী কমলিকার রচনা দিদিমনিদের রীতিমত ভাবিয়ে তুলেছিল। ওর রচনা ভাল হয়েছে কিন্তু প্রথাগত হয়নি। বর্ষীয়ান এক দিদিমনি রায় দিলেন ওর রচনা জীবনমুখী হয়নি, অহেতুক কাব্য করা হয়েছে। রচনার বিষয় ছিল ‘আমার চোখে রবীন্দ্রনাথ’ কিন্তু তাতো হয়নি। বরং হয়েছে ‘আমার রবীন্দ্রনাথ’।

পচিঁশ বছর আগেকার হৃদয়স্পর্শী সেই রচনা সম্পর্কে লিখেছেন সুমিত্রা ঘটক। আর আমাদের জন্য কণ্ঠে তুলে নিয়েছেন কলকাতার বিশিষ্ট আবৃত্তি শিল্পী শোভন সুন্দর বসু। অনুষ্ঠানে যে গানটি ব্যবহার করা হয়েছে সেটি গেয়েছেন বর্তমানে ওয়াশিংটনের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গনিতের অধ্যাপিকা সুদেধ্ঞা বসু। পরিবেশনায় মাসুমা খাতুন।

XS
SM
MD
LG