আলক্বায়দার এই যে উৎপত্তি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কেন্দ্র করে, তাতে ওসামা বিন লাদেনের মৃত্যু সেখানে একটা বড় প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এ প্রসঙ্গে ওয়াশিংটনের মিডল ইস্ট সেন্টারের স্কলার এবং জেমস টাউন ফাউন্ডেশানের সিনিয়র ফেলো ড মাইকেল রায়ানের সঙ্গে আমরা কথা বলি।
মাইকেল রায়ান বলছেন যে এ ব্যাপারে কোনই সন্দেহ নেই যে এই ঘটনার আল ক্বায়দার জন্যে বড় রকমের আঘাত । এবং এটা প্রমাণ করলো যে যুক্তরাষ্ট্র খুব প্রত্যক্ষ এবং কার্যকর পদক্ষেপ নিয়েছে এমন একজন শত্রুর বিরুদ্ধে যে কী না যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং এতে আল ক্বায়দার বাড়াগম্বরের সমাপ্তি ঘটেছে।