সাক্ষাত্কারে আজকের অতিথি বাংলাদেশের একজন বিশিষ্ট কন্ঠশিল্পী জিনাত রেহানা । ছোটদের গান নিয়ে সদ্য তাঁর দুটি গানের এ্যলবাম বেরিয়েছে। নাম সারেগামা এবং হাসিখুশি। নির্মল আনন্দে ভরা সেইসঙ্গে গানের ছলে শিক্ষামূলক কিছু কথা নিয়ে গানগুলি লিখেছেন বিশিষ্ট গীতিকার প্রয়াত জেবুন্নেসা জামাল। জিনাত রেহানা ছোটদের জন্য লেখা তাঁর মোট পঞ্চাশটি গান রেকর্ড করার উদ্যোগ নিয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। বিভিন্ন শহরে তাঁর গানের অনুষ্ঠান হচ্ছে। জিনাত রেহানা বলেন জীবনে অনেক গান গেয়েছেন, অনেক অনুষ্ঠান করেছেন এখন ছোটদের জন্য কিছু করতে চান। গানের ভেতর দিয়ে যদি তাদের জন্য নির্মল আনন্দ আর শিক্ষনীয় কিছু ছড়িয়ে দেয়া যায়।