অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মায় এনএলডি বলছে সু চি বিজয়ী


বর্মার গনতন্ত্রপন্থী নেতা অং সান সু চির সমর্থকরা জানান, তিনি রবিবার বর্মার সংসদে নিম্নকক্ষের নির্বাচনে জয়লাভ করেছেন।

নোবেল পুরষ্কার বিজয়ি সু চির ন্যাশনাল লীগ ফর ডেমক্র্যাসী NLD দল রবিবার ভোটাভুটি শেষ হবার কিছু পর বিজয় ঘোষনা করে। তারা বলে , তিনি রেঙ্গুনের দক্ষিনে ধান উৎপাদক এলাকাতে দু’জন বিরোধী প্রার্থীকে সহজে পরাজিত করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, হাজার হাজার সমর্থকরা সুচির বিজয়ের ঘোষনা শোনার পর রেঙ্গুনে আনন্দ উৎসবে মেতে ওঠে।

গনতন্ত্রপন্থী নেতার এই বিজয় নিশ্চিত হলে, তা হবে দক্ষিন পুর্ব এশিয়ায় গুরুত্বপুর্ণ এক মাইলফলক। গত বছর নামেমাত্র অসামরিক সরকারের ক্ষমতায় আসীন হয়া ছাড়া বর্মা প্রায় অর্ধ শতাব্দী ধরে সামরিক শাসনের অধীনে ছিলো।

অং সান সু চির NLD ৪৫টি জেলায় প্রার্থী দেয়। রবিবার বেলা শেষ পর্যন্ত অন্যান্য ভোটকেন্দ্রের ফলাফল জানা যায়নি। সরকারী ফল কখন প্রকাশ করা হবে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

ইউরোপীয় ইউনিয়ন এবং দক্ষিন পুর্ব এশীয় রাষ্ট্রবর্গের একটি আঞ্চলিক জোটের স্বল্প সংখ্যক পর্যবেক্ষক নির্বাচন প্রত্যক্ষ করেন। তবে, পর্যবেক্ষকদের মিশনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি।

XS
SM
MD
LG