অ্যাকসেসিবিলিটি লিংক

কিউবাকে আমেরিকার সম্মেলনে যোগ দিতে , যুক্তরাষ্ট্র চাপের মুখে


A
A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কলম্বিয়াতে অনুষ্ঠিত Summit of the Americas বা আমেরিকা মহাদেশের শীর্ষ সম্মেলনে আগামী বৈঠক গুলিতে কিউবাকে অন্তর্ভক্ত করার জন্য ঐ অঞ্চলের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে চাপের সম্মুখীন হচ্ছেন।

বামপন্থী এবং রক্ষনশীল শাসিত দেশ সমূহ আগামী শীর্ষ সম্মেলনে কম্যুনিষ্ট শাসিত কিউবার অন্তর্ভুক্তির জন্য পিড়াপিড়ি করছে। শীর্ষ সম্মেলনের স্বাগতিক দেশ কলম্বিয়ায়র প্রেসিডেন্ট হুয়ান মানুএল সান্তোস সম্মেলনে বলেন, বর্তমান সময়ে সেই দ্বীপদেশটিকে সম্মেলন থেকে বাদ দেওয়ার কোন যৌক্তিকতা নেই। মিষ্টার সান্তোস বলেন, “ বিচ্ছিন্ন করে রাখা, নিষেধাজ্ঞা, অবহেলা, মুখ ঘুরিয়ে রাখা – এসব এখন আজকের যুগে নিষ্ফল প্রমানিত হয়েছে। সে পথের কোন যৌক্তিকতা নেই। সে পথ কয়েক যুগের আগের আজকের দিনে অচল শীতল যুদ্ধের দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে”।

ওদিকে একুএডরের প্রেসিডেন্ট রাফায়েল কররিয়া কিউবার অনুপস্থিতির প্রতিবাদে সম্মেলন বয়কট করেছেন। যুক্তরাষ্ট্র বলে, কিউবা গনতান্ত্রিক ভিত্তি না থাকার ফলে তারা সম্মেলনে যোগ দেবার উপযুক্ততা হারিয়েছে।

XS
SM
MD
LG