অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান আক্রমণে গোয়েন্দার ব্যর্থতা প্রমাণিত: কারজাই


আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলছেন যে উগ্রপন্থি যোদ্ধারা, গোয়েন্দা বিভাগের ব্যর্থতার দরুণ সমন্বিত আক্রমণ চালাতে সমর্থ হয়েছে। তিনি বলেন যে এই ব্যর্থতা যেমন নেটোর তেমনি তাঁর নিজের দেশেরও ।

প্রায় আঠারো ঘন্টা ধরে রাজধানী এবং তিনটি প্রদেশের অংশ বিশেষে লড়াই চলার পর আজ সোমবার সকালে তা শেষ হয়। নেটো হেলিকপ্টারের সাহায্যে আফগান সৈন্যরা একটি ভবনে আক্রমণ চালায় যেখানে জঙ্গিরা লুকিয়ে ছিল। প্রত্যক্ষ দর্শীলা বলছেন যে তারা রকেট চালিত গ্রেণড ঐ ভবনে ভোরের আগেই বার বার হামলা চালায়। কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান জেনারেল মোহাম্মদ জহির বলেন যে সৌভাগ্য বশত উগ্রপন্থিদের দ্রুত পরাস্ত করা গেছে এবং পরিস্থিতি এখন কাবুল পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

মন্ত্রী পরিষদের এক বৈঠকে প্রেসিডেন্ট কারজাই পূর্ণ তদন্তের কথা বলেন। প্রেসিডেন্টের দপ্তর বলছেন যে ঐ সব আক্রমণে আফগানিস্তানের সুরক্ষা বাহিনীর এগারোজন সদস্য এবং চারজন অসামরিক লোক নিহত হয় । এই লড়াইয়ের সময় কর্তৃপক্ষ একজন বিদ্রোহীকে গ্রেপ্তার করেছে এবং আরও ৩৬ জনকে হত্যা করেছে।

কাবুলে জঙ্গিরা সংসদ, নেটো সদর দপ্তর এবং যুক্তরাষ্ট্র , জার্মানি ও ব্রিটেনের দূতাবাস এলাকায়ও আক্রমণ চালায়।

XS
SM
MD
LG