বুধবার দোসরা ফেব্রূয়ারী সারা বিশ্ব জুড়ে ও ভারতে হয়ে গেলো জলাভুমি ব্যবস্থাপনা দিবস এবং এ উপলক্ষে তারই ঠিক আগে দিয়ে ভারতে, রাজস্থানের ভরতপুরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা । সভায় উপস্থিত পুর্ব কলকাতা জলাভূমি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চীফ টেকনিকাল অফিসার নিতাই কুন্ডু রাজস্থান থেকে টেলিফোনে ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে কথা বলেন জলাভূমি ব্যবস্থপনার বিভিন্ন দিক নিয়ে ।