তিনি শুক্রবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "আমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ সরকারের আইনগত কোনো পদক্ষেপের কারণে সম্পর্ক নেতিবাচক দিকে যাওয়াটা যুক্তিযুক্ত নয়।"
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূত জেমস এফ মরিয়ার্টির মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য। মরিয়ার্টি বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেছিলেন, ড. ইউনূসকে অপসারণের প্রক্রিয়ায় তার দেশের সরকার বিচলিত।
নোবেল বিজয়ী ইউনূসকে গ্রামীণ ব্যাংকের পরিচালকের পদ থেকে অপসারণ করে গত বুধবারই আদেশ জারি করে কেন্দ্রীয় ব্যাংক। বিষয়টি সারাবিশ্বে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে উঠে আসে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন "স্বাধীন দেশ হিসাবে আইন মেনে বাংলাদেশের যে কোনো সঠিক সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে। তবে অন্যদের ভিন্ন মত থাকতেই পারে"।