অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানের পারমানবিক স্থাপনায় একজনের মৃত্যু


জাপানের পারমানবিক স্থাপনায় একজনের মৃত্যু
জাপানের পারমানবিক স্থাপনায় একজনের মৃত্যু

জাপানি কর্মকর্তারা বলছেন যে দূর্গত ফুকুশিমা পারমানবিক বিদ্যুৎ স্থাপনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ বলছে যে ষাটের কোঠার এই লোকটি যাকে সনাক্ত করা যায়নি , তিনি শনিবার কাজ করার সময়ে মারা যান এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কর্মকর্তারা বলছেন যে ক্ষতিগ্রস্ত চু্ল্লি থেকে বেরিয়ে আসা দূষিত পানি শোধনের যন্ত্রপাতি আনার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

টোকিও ইলেক্‌ট্রক পাওয়ার কোম্পানির একজন মুখপাত্র বলছেন যে লোকটি তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়নি। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

১১ই মার্চের ভুমিকম্প ও সুনামিতে ফুকুশিমা স্থাপনার ৬টি চু্ল্লির হিমায়ন ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় সেখান থেকে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ছে। ঐ স্থাপনার কয়েক কিলোমিটার পর্যন্ত ভুমিতে , সমুদ্রের পানিতে , মাছে এবং কৃষি ক্ষেত্রে উচ্চতর মাত্রার তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG