অ্যাকসেসিবিলিটি লিংক

বানিয়াস শহরে আবারও সিরিয়ার সৈন্যদের প্রবেশ


কায়রোতে সিরিয়ার দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের বিক্ষোভ প্রদর্শন।
কায়রোতে সিরিয়ার দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের বিক্ষোভ প্রদর্শন।

অধিকার গোষ্ঠিরা বলছে যে আজ শনিবার সিরিয়ার সৈন্যরা ট্যাঙ্ক সহ বানিয়াস শহরে প্রবেশ করে। এর ঠিক একদিন আগে নিরাপত্তা বাহিনী ও সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে এক সংঘর্ষে ৩১ জন নিহত হন।

প্রত্যক্ষদর্শিরা বলছেন যে ঐ শহরের উপকুলের অদুরে সামরিক নৌযানগুলি টহল দিচ্ছে। ফরাসি বার্তা সংস্থা ( এএফপি) বলছে যে ট্যাংকগুলি নিকটবর্তী বাইদা শহর ও ঘিরে ফেলেছে।

সক্রিয়বাদিরা বলছেন যে সৈন্যরা তিন দিক দিয়ে বানিয়াস শহরে প্রবেশের আগেই বিরোধী কর্মিরা সেখান কার বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন করে। ঐ শহর থেকেই প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে প্রতিবাদ সর্বত ছড়িয়েছে ।

সক্রিয় কর্মিরা বলছেন যে গতকাল জুম্মার নামাজের পর হাজার হাজার লোক রাজধানী দামেস্ক ও অন্যান্য শহরে সমবেত হয়ে মি আসাদের সরকারের পতনের আহ্ববান জানায়।

কর্মিরা বলছেন যে সিরিয়ার বাহিনী গুলি করে অন্তত ২৬ জনকে হত্যা করেছে। রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা সানা বলেছে সশস্ত্র অপরাধীদের দল হোমস শহরে এক আক্রমণে একজন পুলিশ কর্মকর্তা এবং চারজন পুলিশকে হত্যা করেছে।

XS
SM
MD
LG