অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে সরকার বিরোধী বিক্ষোভকারী আহত


ইয়েমেনে সরকার বিরোধী বিক্ষোভকারী আহত
ইয়েমেনে সরকার বিরোধী বিক্ষোভকারী আহত

প্রত্যক্ষদর্শিরা বলছেন যে আচমকা গুলি নিক্ষেপকারীরা ইয়েমেনে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে কম পক্ষে সাতজন আহত হয়েছে। ঘটনাটি আজ ঘটে দক্ষিণের তায়েজ শহরে। এর ঠিক একদিন আগে প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ , তাৎক্ষনিক পদত্যাগের জন্যে বিরোধীদের দাবি নাকচ করে দেন।

তিনি সানা শহরে সমর্থকদের উদ্দেশ্যে বলেন যে অবিলম্বে পদত্যাগ করার কোন পরিকল্পনা তাঁর নেই। মি সালেহ বিরোধীদের , তাঁর কথায় , আগুন নিয়ে খেলা থেকে বিরত থাকতে বলেছেন। তিনি বলেন যে ইয়েমেনের সামরিক বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করবে না।

ও দিকে তাঁর এই বক্তব্য রাখার সময়ে হাজার হাজার বিরোধী রাজধানী এবং ইয়েমেনের অন্যত্র সমবেত হয় । প্রত্যক্ষদর্শিরা বলছেন যে নিরাপত্তা বাহিনী বিক্ষোভ গুলি চালালে তিনজন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

XS
SM
MD
LG