অ্যাকসেসিবিলিটি লিংক

ত্রিপোলিতে নেটোর আরও আক্রমণ


ত্রিপোলিতে নেটোর আরও আক্রমণ
ত্রিপোলিতে নেটোর আরও আক্রমণ

নেটোর দিনের বেলার আক্রমণে প্রচন্ড এক বিস্ফোরণে আজ ত্রিপোলি কেঁপে ওঠে।

নেটো বলছে যে তারা মোয়াম্মার গাদ্দাফি কখন কখনও যেখানে থাকেন সেই বাড়ির কাছে তারা গাড়ির রাখার একটি জায়গাকে লক্ষস্থলে পরিণত করা হয়।

আজই আরো আগের দিকে .রাত্রিকালীন আকাশ ও নেটোর বিমান হামলায় প্রজ্জ্বলিত হয়ে ওঠে। লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে যে বিমান হামলায় রাজধানীর বিভিন্ন ভবনকে লক্ষ্যস্থলে পরিণত করা হয়।

এ দিকে লিবিয়ার দীর্ঘ দিনের মিত্ররাষ্ট্র রাশিয়া মি গাদ্দাফির অপসারণের ব্যাপারে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট দমিত্রি মিদইয়েদেভ বলেছেন যে মি গাদ্দাফির চলে যাওয়া উচিৎ। ফ্রান্সে জি এইট শীর্ষ বৈঠক শেষে শুক্রবার এই মন্তব্য করেন এবং জানান যে তিনি লিবিয়ার বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বেনগাজিতে একজন দূত পাঠানোর কথাও জানান। অনেকগুলো পশ্চিমি শক্তি এর আগেও মি গাদ্দাফির বিদায়ের আহ্বান জানায়।

এর আগে মি গাদ্দাফির বাহিনীর প্রতি অনুগত সৈন্যরা , লিবিয়ার তৃতীয় বৃহত্তম শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রিত মিসরাটায় নিয়ন্ত্রণ আবার দখল করার কথা জানিয়েছে। শহরের অনেকগুলো স্থানেই দু পক্ষের মধ্যে দুর্ধর্ষ লড়াই হয়েছে।

XS
SM
MD
LG