অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানি তালিবানকে সাহায্য করার জন্যে যুক্তরাষ্ট্র ৬ জনকে অভিযুক্ত করেছেছ


পাকিস্তানি তালিবানকে সাহায্য করার জন্যে যুক্তরাষ্ট্র ৬ জনকে অভিযুক্ত করেছেছ
পাকিস্তানি তালিবানকে সাহায্য করার জন্যে যুক্তরাষ্ট্র ৬ জনকে অভিযুক্ত করেছেছ

যুক্তরাষ্ট্র ৬ জনের বিরুদ্ধে পাকিস্তানি তালিবানদের সাহায্য করা এবং তাদের অর্থায়নের অভিযোগ এনেছে।

আজ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে যে ফ্লরিডার তিন জন বাশিন্দা , যারা পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে গ্র্যান্ড জুরি অভিযুক্ত করেছে এবং অন্য তিনজন পাকিস্তানে পলাতক রয়েছে।

ছ জনের সবার বিরুদ্ধেই অভিযোগ হচ্ছে যে তারা বিদেশে লোকজনকে হত্যা , পঙ্গু করা এবং অপহরণ করার ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত। সেই সঙ্গে তারা পাকিস্তানি তালিবান , যারা পাকিস্তান সরকার বিরোধী এবং তারা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের ওপর আক্রমন চালানোর দায় স্বীকার করেছে , তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছে।

এই পাকিস্তানি তালিবানই এ সপ্তায় পাকিস্তানের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়ে ৮০ জনকে হত্যা করেছে। তারা বলছে যে পাকিস্তানে তার গোপন আস্তানায় আক্রমণ চালিয়ে যুক্তরাষ্ট্র যে ওসামা বিন লাদেনকে হত্যা করেছে , ঐ আক্রমণ ছিল তারই প্রতিশোধ।

যুক্তরাষ্ট্র বলছে যে ফ্লরিডার এই তিনজন পাকিস্তানি তালিবানকে ৪৫ হাজার ডলার পাঠিয়েছে। এই তিনজন হচ্ছে হাফিজ মোহাম্মাদ শের আলী খান ,। ৭৬ বছর বয়সী ঐ লোক মায়ামির একটি মসজিদের ইমাম ্এবং তার দু পুত্র ইজহার খান ও ইরফান খান।

.

XS
SM
MD
LG